দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। চার ম্যাচে জিতেছে মাত্র দুইটিতে। আগামী ১৭ ও ২২ নভেম্বর আরও দুইটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কলোম্বিয়া ও আর্জেন্টিনা।
এই দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায় সেলেসাওরা। কিন্তু দলে দুঃসংবাদ বয়ে এনেছেন গোলরক্ষক এদেরসন ময়েস। চোটের কারণে এই দুই ম্যাচ খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটিতে খেলা এই গোলরক্ষক। গত পরশু চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যকার শ্বাসরুদ্ধকার ম্যাচে পায়ে আঘাত পান এদেরসন।
এরপর জানা যায়, ব্রাজিলের ক্যাম্পে যোগ দিচ্ছেন না ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। তাঁর বদলি হিসেবে অ্যাতলেতিকো পারানেসের গোলরক্ষক বেন্তোকে দলে ডেকেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। বাছাইয়ের চার ম্যাচেই ব্রাজিলের গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন এদেরসন। তাঁর অনুপস্থিতিতে এই পজিশনে দেখা যেতে পারে অ্যালিসন বেকাররা।
বাছাইয়ে চার ম্যাচে চারটিতেই জিতে সবার উপরে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে আর তিনে ব্রাজিল।