দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লখনউয়ে মুখোমুখি দেখায় টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং নিয়েছে নেদারল্যান্ডস। দুই দলেরই সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সে দৌড়ে আফগানিস্তানই বেশি এগিয়ে। ডাচদের বিপক্ষে দুই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য।
আজকের আগে ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট আছে আফগানিস্তানের। রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে। এদিকে ৬ ম্যাচে ২ জয়ে ৮ নম্বরে আচে নেদারল্যান্ডস।
দল পরস্পরের বিপক্ষে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। জয়ের হিসাবে আফগানিস্তানই অনেক এগিয়ে। তাদের জয়ের সংখ্যা সাতটি। দুটি মাত্র ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস।
দুই দলের একাদশ-
আফগানিস্তান : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ ও ফজল হক ফারুকি।
নেদারল্যান্ডস : ওয়েসলি বারেসি, ম্যাক্স ওদাউ’দ, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।