দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হাল আমলে খর্বশক্তি হয়ে পড়া জিম্বাবুয়ে ক্রিকেটে যেন নতুন প্রাণের সঞ্চার। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আজ নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ার পর যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছে রেকর্ড ব্যবধানে। ৩০৪ রানের এই জয় জিম্বাবুয়ের সর্বোচ্চ তো বটেই, রানের ব্যবধানে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয়। চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৩১৭ রানের জয় আছে শীর্ষে।
একটুর জন্যই বিশ্বরেকর্ড গড়া হলো না জিম্বাবুয়ের। হারারে স্পোর্টস গ্রাউন্ডে বিশাল টার্গেট তাড়ায় নেমে খেই হারিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। দলীয় ১ রানে প্রথম উইকেটের পতন। এরপর থেকে টপাটপ উইকেটে হারিয়েছে তারা। ৮ ব্যাটার দুই অংকই ছুঁতে পারেননি! সর্বোচ্চ ২৪ রান করেছেন ৭ নম্বরে নামা অভিষেক। নয় নম্বরে নামা জেসি সিং করেন ২১ রান। বল হাতে আজও দুর্দান্ত সিকান্দার রাজা। টর্নেডো ইনিংস খেলার পর ৫ ওভারে মাত্র ১৫ রানে নেন ২ উইকেট।
এছাড়া রিচার্ড এনগ্রাভাও ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। ২৫.১ ওভার মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেঞ্চুরিয়ান সিন উইলিয়ামসের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান তোলে জিম্বাবুয়ে। ১০১ বলে ২১ চার ৫ ছক্কায় ১৭৪ রানের টর্নেডো ইনিংস খেলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিন উইলিয়ামস।
এ ছাড়া ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। অলরাউন্ডার রাজার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৫ চার ২ ছক্কায় ৪৮ রান। আর বার্ল খেলেছেন ১৬ বলে ৩ চার এবং ৪ ছক্কায় ৪৭ রানের বিধ্বংসী ইনিংস। এ ছাড়া ওপেনার জয়লর্ড গুমবে ১০৩ বলে ৭৮ রানের ইনিংস উপহার দেন।