1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির - DeshBideshNews
November 24, 2024, 9:22 pm
 

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির

  • Update Time : Monday, March 25, 2024
  • 122 Time View
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ বিদায় বলে দেন মোহাম্মদ আমির। পরে জানা যায়, পিসিবির সে সময়ের চেয়ারম্যান রমিজ রাজা এবং কোচের দায়িত্বে থাকা ওয়াকার ইউনিস ও মিসবাহ উল হকের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় অবসরের সিদ্ধান্ত নেন আমির।

পাকিস্তানের এই তারকা ফাস্ট বোলার অবশ্য জানিয়েও রাখেন, রমিজ, ওয়াকার, মিসবাহরা সরে গেলে আবারও ফিরবেন। তারা সরে দাঁড়িয়েছেন অনেক আগেই। কিন্তু আমির ফেরার ঘোষণা দিচ্ছিলেন না। একসময় এমনও মনে হচ্ছিল, হয়তো আর কখনো জাতীয় দলের হয়ে খেলবেন না। তবে শেষ পর্যন্ত আমির ঘোষণাটা দিয়েই দিলেন। পাকিস্তানের হয়ে আবারও খেলতে চান ৩১ বছর বয়সী পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান দলে ফেরার ঘোষণা দিতে গিয়ে আমির লিখেছেন, ‘আমি এখনো জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদের এমন মোড়ে নিয়ে আসে, যেখানে মাঝে মাঝে আমাদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়।

দলে ফেরার ব্যাপারে বোর্ডের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে জানিয়ে আমির আরও লিখেছেন, ‘পিসিবির সঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে। তারা আমাকে সম্মানের সঙ্গে বুঝিয়েছেন যে দলের আমাকে দরকার এবং আমার এখনো পাকিস্তানের হয়ে খেলার সামর্থ্য আছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এবং ঘোষণা করছি যে আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য বিবেচনা করা যেতে পারে। আমি দেশের জন্য এটি করতে চাই (অবসর ভেঙে ফেরা)। কারণ, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আসে। সবুজ জার্সি পরে খেলা এবং দেশের সেবা করা সব সময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে।

পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৪৭ ম্যাচ খেলেছেন আমির। উইকেট নিয়েছেন ২৫৯টি। আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে পাকিস্তান এই সংস্করণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মিলিয়ে ৯টি ম্যাচ খেলবে। আগামী ১৮ এপ্রিল ঘরের মাঠে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজ দিয়েই পাকিস্তান দলে আমিরকে আবার দেখা যেতে পারে।

তবে আমিরের পাকিস্তানের হয়ে আবারও খেলার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেটে মোহাম্মদ আমিরের ভবিষ্যৎ নিয়ে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ