দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আর্জেন্টিনার বিদায়ের পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলই ছিল সবচেয়ে ফেভারিট। কিন্তু সেই ফেভারিট ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে ইসরায়েল। শনিবার রাতে আর্জেন্টিনার সান হুয়ানে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬তম মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ শটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্কোস লেনার্দো। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুনিয়র সেলেসাওরা। ৪ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান আনান খলিলি।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে ম্যাথুউস নসিমেন্তো গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ২ মিনিট পর যোগ করা সময়ের খেলা থাকতেই ফের সমতা আনেন হামজা শিবলি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৫তম মিনিটে গোল করে ইসরায়েলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ডেভিড তুর্গেম্যান। ইসরায়েলের সামনে সুযোগ ছিল গোলসংখ্যা আরো বাড়ানোর। ১১৩ ও ১১৫তম মিনিটে দুটি পেনাল্টি মিস করে তারা। এজন্য অবশ্য কোনো বিপদ হয়নি ইসরায়েলের। সেমিফাইনালের খেলার যোগ্যতা অর্জন করেই মাঠ ছাড়ে তারা।