আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ১৫ দিন আজ। এরই মধ্য একের পর এক ইউক্রেনীয় শহর গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। হামলা মোকাবিলা করছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে- এখন পর্যন্ত ১ হাজার ২০০ রুশ সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া ট্যাংক ও কামান ধ্বংস, যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে রাশিয়ার। সব মিলিয়ে ১৪ দিন ধরে যুদ্ধ চালিয়েও এখনো ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া।
আজ বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এসব খবর জানিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টস। গণমাধ্যমটির টুইটার পেজেও এটি শেয়ার করা হয়েছে।
ইউক্রেনের সেনাদের দাবি–গত ১৪ দিনে অন্তত ১ হাজার ২০০ রুশ সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৩৫ রুশ ট্যাংক, ১ হাজার ১০৫ সাঁজোয়া গাড়ি, ১২৩ কামান, ২৯ এয়ার ডিফেন্স সিস্টেম, ৪৯টি যুদ্ধবিমান, ৮১ হেলিকপ্টার, ২টি জাহাজ, জ্বালানি পরিবহনকারী ট্যাংক ৬০ হাজার ৫২৬টি যানবাহন, ৮১টি হেলিকপ্টার ইতিমধ্যে ধ্বংস হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য- রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছেন।