দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দাবানল মার্কিন অঙ্গরাজ্য হাওয়াইয়ের ঐতিহাসিক একটি শহরকে ছাইয়ে পরিণত করেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বুধবার বলেছেন। মাউই কাউন্টি সরকার এক বিবৃতিতে বলেছে, ‘অগ্নিনির্বাপণের প্রচেষ্টা অব্যাহত থাকায়, সক্রিয় লাহাইনার আগুনে আজ (বুধবার) মোট ৩৬ জন নিহতের সন্ধান পাওয়া গেছে। হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ভোরে আগুন জ্বলতে শুরু করে।
এতে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ইউটিলিটি ঝুঁকির মধ্যে পড়েছে। সেই সঙ্গে মাউই দ্বীপের ৩৫ হাজারেরও বেশি মানুষ ঝুঁকিতে পড়েছে। দাবানল দুই হাজার একরের বেশি জমি পুড়িয়ে দিয়েছে বলে রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে। তারা বলেছে, ‘উচ্চ ও দমকা বাতাস এবং শুষ্ক অবস্থা হাওয়াইয়ের বেশির ভাগ অংশকে লাল পতাকা সতর্কতার অধীনে রেখেছিল, যা বুধবার শেষ হয়েছে এবং বিগ আইল্যান্ড ও মাউইতে আরো আগুন জ্বলছে। এদিকে দ্রুত গতিশীল অগ্নিশিখা থেকে বাঁচতে অনেক মরিয়া বাসিন্দা সাগরে ঝাঁপ দিয়েছিল।
এদিন এর আগে কর্মকর্তারা বলেছিলেন, গুরুতর ক্ষতিগ্রস্ত লাহাইনা শহরে ২৭০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় ঐতিহাসিক এ শহরের গভর্নর জোশ গ্রিন বলেন, ‘মাউইয়ের লাহাইনার বেশির ভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সমুদ্রসৈকত শহরের কেন্দ্রস্থলে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে।