দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেলের বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানির নোটিশ পাঠিয়েছেন। কিছুদিন আগে ইমরান খানের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলেন আব্দুল কাদির।
গত সপ্তাহে পাকিস্তান সরকার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করে। এ মাসের শুরুতে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে থাকার সময় ইমরান খানের এসব পরীক্ষা করা হয়।
সরকারের দাবি, ইমরানের পা ভাঙার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া ইমরান খানের প্রসাবের নমুনা পরীক্ষা করে মদ ও একটি অবৈধ মাদকের অস্তিত্বও পাওয়া গেছে। এই প্রতিবেদনের প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রীকে মানহানির নোটিশ পাঠিয়েছেন ইমরান খান। নোটিশে বলা হয়, গত ২৬ মে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপূর্ণ, কুৎসিত ও মানহানিকর তথ্য দিয়েছেন। পাকিস্তানসহ সারা বিশ্ব তা দেখেছে। নোটিশে পিটিআইপ্রধান এক হাজার কোটি পাকিস্তানি রুপি দাবি করেছেন।