দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিব্রতকর এক রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে ১৪ বার ভোট হয়েছে কিন্তু ম্যাকার্থি জিততে পারলেন না। ১৮৬০ সালের পর থেকে এমন ঘটনা আর ঘটেনি দেশটিতে। শনিবার (৭ জুনায়ারি) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান সামান্য। এতে তাদের আসনসংখ্যা ২২২টি। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির আসনসংখ্যা ২১২টি। স্পিকার হতে রিপাবলিকান ম্যাকার্থির প্রয়োজন ছিলো ২১৮ ভোট।
স্পিকার হওয়ার জন্য রিপাবলিকান পার্টির কট্টরপন্থী আইনপ্রণেতাদের ভোট প্রয়োজন ছিলো ম্যাকার্থির। কিন্তু ক্যালিফোর্নিয়ার এই রিপাবলিকান প্রতিনিধিকে স্পিকার পদে সমর্থন দেননি পার্টিরই উগ্র ডানপন্থী আইনপ্রণেতারা। ফলে ১৪ দফা ভোট করেও জয় নিশ্চিত করতে পারেননি তিনি।
উল্লেখ্য, ১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছিল।