দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সৌদি আরবকে হুমকি দিয়ে ইরান বলেছে, রিয়াদের উস্কানির ব্যাপারে তাদের ‘কৌশলগত ধৈর্য’ ধরে রাখার নিশ্চয়তা আর দেওয়া যাচ্ছে না। দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
ইসমাইল খতিব বলেছেন, ‘এখনও পর্যন্ত ইরান দৃঢ় যৌক্তিকতার সাথে কৌশলগত ধৈর্য অবলম্বন করেছে, তবে শত্রুতা অব্যাহত থাকলে এই ধৈর্য শেষ হয়ে যাবে। ইরান যদি প্রতিশোধ নেওয়া এবং শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কাঁচের প্রাসাদগুলি ভেঙে যাবে এবং এই দেশগুলি আর স্থিতিশীল থাকবে না।’
গত সেপ্টেম্বরে ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকে দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। এ ঘটনায় বিদেশী শত্রুদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে ইরান। ১৯৭৯ সালে বিপ্লবের পর সর্বস্তরের ইরানিদের বিক্ষোভ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে শাসক গোষ্ঠীর মধ্যে।
গত মাসে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি সৌদি আরবকে তাদের সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন।
হোসেইন সালামি বলেছেন, ‘আমি সৌদি শাসক পরিবারকে সতর্ক করছি… আপনাদের আচরণ দেখুন এবং এই সংবাদমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করুন… অন্যথায় আপনাদের মূল্য দিতে হবে। এটি আমাদের শেষ সতর্কতা, কারণ আপনারা এই সংবাদমাধ্যমের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করছেন। আমরা আপনাদের বলছি, সতর্ক থাকুন।’