দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সমুদ্রসৈকতের হোটেলে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে ১০ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার রাতে ছয় ঘণ্টা অবরোধের পর পার্ল বিচ হোটেল থেকে ৮০ জনেরও বেশি অতিথিকে উদ্ধার করে। উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড বন্দুকযুদ্ধে হামলাকারীরা সবাই নিহত হয়েছে।
পার্ল বিচ হোটেল সরকারি কর্মকর্তাদের কাছে জনপ্রিয় ছিল। এ ধরনের স্থানগুলো প্রায়ই আল-শাবাব জঙ্গিদের লক্ষ্যবস্তু হয়, যারা এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই করছে। দেশের কিছু অংশে তাদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। প্রত্যক্ষদর্শী হুসেইন সাদ্দাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘হোটেলের সামনের গেটে যখন প্রথম বিস্ফোরণ ঘটে, তখন আমি সৈকতের কাছে বসে ছিলাম। পেছনে আরেকটি বিস্ফোরণ ঘটে। আমি চারটি মরদেহ দেখেছি—দুজন নারীর এবং দুজন পুরুষের।
এটি খুব মর্মান্তিক দৃশ্য ছিল। কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন।’পার্ল বিচ হোটেলে হামলার কয়েক সপ্তাহ আগে আল-শাবাব জঙ্গিরা উগান্ডার কয়েক ডজন সেনাকে হত্যা করেছিল, যারা রাজধানী থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে লোয়ার শাবেলে অঞ্চলে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছিলেন।