দেশ-বিদেশ নিউজ ডেস্ক : উত্তর-পূর্ব সিরিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। রবিবার এই দুর্ঘটনাটি ঘটে। মার্কিন সামরিক বাহিনী সোমবার ঘটনাটি সবাইকে জানালেও দুর্ঘটনার কারণ প্রকাশ করেনি। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছেন, ১০ জন সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ওই অঞ্চলের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ড বলেছে, কোনো শত্রুর পক্ষ থেকে গোলাগুলির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন। সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন আছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন সেনাদের বারবার হামলা করছে। মার্চ মাসেই সিরিয়ায় হামলা এবং পাল্টা হামলায় ২৫ মার্কিন সেনা আহত হয়েছিল। এতে একজন মার্কিন ঠিকাদার নিহত এবং অন্য একজন আহত হয়েছিল।