দেশ বিদেশ নিউজ ডেস্ক : সৌদি আরব সব স্তরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার ও উন্নয়ন করতে চায়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার এ কথা বলেছেন।
মস্কোতে রাশিয়ান সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় প্রিন্স ফয়সাল আশা প্রকাশ করেছেন, তাদের আলোচনা একীভূত দৃষ্টিভঙ্গি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে অবদান রাখবে। আল অ্যারাবিয়ার সংবাদদাতা জানিয়েছেন, দুই দেশের মন্ত্রী আন্তর্জাতিক উন্নয়ন এবং বিশ্ব যে বর্তমান চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে সে বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে ল্যাভরভ সৌদির সঙ্গে সম্পর্কের তাৎপর্য তুলে ধরে বলেছেন, এই সম্পর্ক শক্তিশালী করা রাশিয়ার অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরবের সঙ্গে সব স্তরে অবিচ্ছিন্ন সমন্বয় গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সমস্যা সমাধানে সৌদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেছেন।