1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শিক্ষকতা পেশায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন - DeshBideshNews
November 26, 2024, 6:40 pm
 

শিক্ষকতা পেশায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

  • Update Time : Monday, December 19, 2022
  • 81 Time View
শিক্ষকতা পেশায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শিক্ষকতার পেশায় যোগ দিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন তিনি। ডেভিড ক্যামেরন আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে তিন সপ্তাহ রাজনীতির ওপর পড়াবেন।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে এ ক্লাস। এতে থাকবে ইউক্রেন যুদ্ধ, অভিবাসী সমস্যা ও তথ্যবিষয়ক নানান বিষয়। ক্যামেরন খুব একটা জনসম্মুখে আসেন না। সম্প্রতি একটি কেলেঙ্কারিতে যুক্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর নিজেকে কিছুটা গুটিয়ে নেন ডেভিড ক্যামেরন।

সাবেক প্রধানমন্ত্রীর এক সহযোগী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ১১ বছর কনজারভেটিভ পার্টি এবং ৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ক্যামেরন বর্তমানে বিশ্বের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষা দেবেন। ডেভিড ক্যামেরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আমলেই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার গণভোট হয়। গণভোটে ব্রেক্সিটের পক্ষে ভোট পড়ায় ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ