1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
লোহিত সাগরে হুথিদের ওপর মার্কিন অভিযান চলবে: বাইডেন - DeshBideshNews
November 25, 2024, 3:39 pm
 

লোহিত সাগরে হুথিদের ওপর মার্কিন অভিযান চলবে: বাইডেন

  • Update Time : Friday, January 19, 2024
  • 86 Time View
লোহিত সাগরে হুথিদের ওপর মার্কিন অভিযান চলবে: বাইডেন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইয়েমেনে হুথিদের ওপর মার্কিন হামলা, লোহিত সাগরে হামলা বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। এ সময় গোষ্ঠীটির ওপর মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বাইডেন। শুক্রবার (১৯ জানুয়ারি) বিবিসির খবরে বলা হয়, একটি মার্কিন জাহাজে হুথিদের ড্রোন হামলা পর বৃহস্পতিবার ইয়েমেনে পঞ্চম দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, মার্কিন বাহিনী ‘হুথি ক্ষেপণাস্ত্রের একটি রেঞ্জ জব্দ করেছে’ যেগুলো লোহিত সাগরের দিকে ছোঁড়ার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি বলেছিলেন, বুধবার এবং বৃহস্পতিবার আবারও আমেরিকা হামলা করেছে। ওয়াশিংটনে বাইডেনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় কাজ হচ্ছে কি-না। জবাবে তিনি বলেন না।

সাংবাদিকরা জানতে চাইলেন, ‘তারা কি হামলা চালিয়ে যাবে?’ এর জবাবে বাইডেন বললেন, ‘হ্যাঁ। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা ‘দুটি হুতি-বিরোধী ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে যেগুলো দক্ষিণ লোহিত সাগরকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা প্রতিরক্ষামূলক প্রকৃতির।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ