আন্তর্জাতিক ডেস্ক : ডেটিং অ্যাপ টিন্ডার ব্যবহার করে রুশ সেনারা ইউক্রেনীয় নারীদের আকর্ষণের চেষ্টা করছেন। অনেকে সমরাস্ত্র নিয়ে যুদ্ধের পোশাক পরিহিত ছবি পাঠিয়েছেন। অনেকে আবার অশালীন ছবিও পাঠিয়েছেন। কেউ কেউ আবার নিজেদের অবস্থান নিয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। রুশ সেনাদের মুঠোফোন বন্ধ করার নির্দেশ দেওয়ার আগপর্যন্ত টিন্ডারে সক্রিয় ছিলেন তাঁরা। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেয়কজন ইউক্রেনীয় নারীরা দাবি করেছেন- আন্দ্রেই, আলেক্সান্ডার, গ্রেগরি, মিখাইল, ব্ল্যাক- এসব নামে রুশ সেনারা তাদের কাছে টিন্ডারে বার্তা পাঠিয়েছেন। কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূরবর্তী অবস্থান থেকে এসব বার্তা পাঠান রুশ সেনারা।
ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাদের দাবি- রুশ সেনাদের অনেকে আবার নিজেদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়ে ইউক্রেনীয় নারীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁরা বলছিলেন- সামরিক অবস্থান পরিবর্তন করেছেন অথচ তখন খারকিভের উত্তরাঞ্চলে সেনা সমাবেশ করছিলেন তাঁরা।
৩৩ বছর বয়সী ইউক্রেনীয় তরুণী সিনেলনিকোভা ভিডিও প্রযোজক হিসেবে কাজ করছেন। তিনি বলেন- আমি এমনিতে কিয়েভে থাকি। তবে আমার এক বন্ধু যখন বলল যে টিন্ডারজুড়ে রুশ সেনাদের বিচরণ দেখা যাচ্ছে, তখন আমি এলাকা পাল্টে খারকিভে চলে আসি। সিনেলনিকোভা আরও বলেন- পেশিবহুল এক ব্যক্তিকে বিছানায় পিস্তল নিয়ে ছবি তুলতে দেখা গেছে, নিজেকে আবেদনময় করে দেখানোর চেষ্টা করছিলেন তিনি। আরেকজনকে পুরোপুরি রাশিয়ার সমরপোশাকে দেখা গেছে। আবার কাউকে দেখা গেছে ডোরাকাটা আঁটসাঁট ভেস্ট পরে থাকতে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলছেন- রুশ সেনারা যখন অ্যাপে এসব ছবি পাঠাচ্ছিলেন, তখন রুশ বাহিনী খারকিভের উত্তরাঞ্চলে অনিবার্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।