দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বাজেট তেল রাজস্বের ওপর নির্ভরতা কমিয়েছে। ফোরামে ভাষণ দিতে গিয়ে পুতিন স্মরণ করিয়ে দেন, দেশটি দীর্ঘকাল ধরে আয়ের উত্সতে বৈচিত্র্য আনতে এবং বাজেটের আয়ে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ রপ্তানির অংশ হ্রাস করতে প্রচেষ্টা চালিয়ে আসছে।
পুতিন বলেন, ‘আমরা সব সময় ভাবি, রাশিয়া কখন তেলের ওপর নির্ভরতা কমাতে যাচ্ছে? এখন প্রবণতা ধীরে ধীরে গতি পাচ্ছে।’ মে মাসে গ্যাস ও তেল রপ্তানির সঙ্গে সম্পর্কিত নয় বাজেটের এমন রাজস্ব ২৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে পুতিন উল্লেখ করেছেন। বাণিজ্য ও পরিষেবা খাতের আরো উন্নয়নে কারণে এ বৃদ্ধি হয়েছে বলে দাবি করেন তিন।
এ ছাড়াও রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, তেল ও গ্যাস রপ্তানি থেকে রাশিয়ার আয় বাড়ছে এবং প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যেহেতু পশ্চিমা দেশগুলো কার্যকরভাবে রাশিয়ার তেল ও গ্যাস নিষিদ্ধ করেছে, তাই রাশিয়া ভারত ও চীনের মতো গ্রাহকদের কাছে রপ্তানি করছে।