আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার সেনা মারা গেছেন ১৫ হাজারের বেশি বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি অনলাইনের।
মঙ্গলবার সকালে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে আরও জানানো হয়- গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রাশিয়ার ২০৯টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার সেনাদের হারাতে হয়েছে ১ হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধযান, ২৫২টি কামান। খবর বিবিসি অনলাইনের।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহকৃত তালিকায় এখন পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতিঃ
বিভিন্ন ধরনের রকেট লঞ্চার : ৮০টি ইউনিট।
আকাশ প্রতিরক্ষা : ৪৫ ইউনিট।
যুদ্ধবিমান : ৯৯ ইউনিট।
হেলিকপ্টার : ১২৩ ইউনিট।
স্বয়ংক্রিয় সরঞ্জাম : ১ হাজার ইউনিট।
জাহাজ/নৌকা : তিন ইউনিট।
জ্বালানি ট্যাংক : ৭০।
মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন)- বিশেষ সরঞ্জাম : ১৫।