আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলায় ইউক্রেনের অবকাঠামো ক্ষতির পরিমাণ ৬৩ বিলিয়ন ডলারের (৪৭.৮ বিলিয়ন ইউরো) বেশি। এ তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অফ ইকোনমিক্স। খবর বিবিসি’র।
গতকাল বিবিসি’র প্রতিবেদনে জানায় গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে পরবর্তী এক মাসে অন্তত ৪ হাজার ৪৩১টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, ধ্বংস বা জব্দ হয়েছে। পাশাপাশি ৯২টি কারখানা ও গুদাম এবং ৩৭৮টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর বাইরে ১২টি বিমানবন্দর ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা জব্দ করেছে রুশ বাহিনী। পাশাপাশি সাতটি তাপ বা জলবিদ্যুৎ কেন্দ্রও দখল করেছে রাশিয়া।