1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ১১ - DeshBideshNews
November 26, 2024, 3:34 am
 

রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ১১

  • Update Time : Sunday, October 16, 2022
  • 104 Time View
রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ১১

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি চালিয়ে অন্তত ১১ জনকে হত্যা করেছে দুই ব্যক্তি। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক সোভিয়েতভুক্ত একটি দেশের দুজন নাগরিক প্রশিক্ষণ চলাকালে নির্বিচারে গুলি ছুড়েছেন। তাঁরা দুজনেই পাল্টা গুলিতে নিহত হয়েছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে সিআইএস জোট গঠিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে অংশ নিতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ চলাকালে ওই হামলা হয়।

রাশিয়া গত ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রাশিয়ানদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন যারা আগে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে সম্মত হয়েছিলেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউব সাক্ষাত্কারে বলেছেন যে হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের বাসিন্দা এবং ধর্ম নিয়ে বিতর্কের জেরে অন্যদের ওপর গুলি চালিয়েছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে প্রায় আট মাস ধরে। এখনও যুদ্ধ থামার লক্ষণ নেই। দুইপক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ ইউক্রেনীয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ