দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেন হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা দপ্তর এ অভিযোগ করেছে। অর্থডক্স খ্রিষ্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ইউক্রেনকেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন পুতিন। তবে কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অবস্থান লুহানস্ক, দোনেৎস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয়রা। কিন্তু তাদের মস্কোর যুদ্ধবিরতি পালন করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘লিম্যানের দিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার অবস্থানে চারটি মর্টার শেল নিক্ষেপ করেছে।’ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিরতির জন্য লড়াই থামানোর কোনো ইচ্ছা কিয়েভের নেই। রাশিয়া নিজের সেনাদের পুনরায় সংগঠিত করতে সময় নেওয়ার জন্য এই যুদ্ধবিরতির চক্রান্ত করেছে।