আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো দেশ দুইটির মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে আজ সকাল থেকে রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হতে শুরু করেছে। একইসঙ্গে দেশটির বাহিনী গতকাল শুক্রবার (১১ মার্চ) থেকে বিভিন্ন বেসামরিক শহরে আক্রমণ জোরদার করেছে।
ব্রিটেনের গোয়েন্দা সূত্রগুলো বলছে- বেশিরভাগ রুশ সেনা এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে।
প্রতিবেদনে বলা হয়েছে- ছোট ছোট কিছু অগ্রবর্তী দল আরও কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ইউক্রেনের বাহিনীর দিক থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়ে।
স্যাটেলাইটে তোলা ছবি থেকে দেখা যাচ্ছে- রুশ রকেট লঞ্চারগুলো এখন কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে তাক করা। ভারী গোলাবর্ষণের শব্দও শোনা যাচ্ছে।
ইউক্রেনের একজন এমপি বিবিসিকে বলেছেন- রুশ আক্রমণ প্রতিরোধের জন্য কিয়েভের মানুষ দৃঢ়প্রতিজ্ঞ এবং রুশরা শহরে ঢোকার চেষ্টা করলে তাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে।