আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তৈরি এস-৪০০-এর একটি চালান ভারতে পৌঁছেছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন- চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরো এস-৪০০ আনা হবে।
দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন- ‘ভারতে এস-৪০০ সরবরাহের ক্ষেত্রে আমরা কোনো বাধার কথা ভাবি না। এই চুক্তিটি অব্যাহত রাখার যথেষ্ট প্রক্রিয়া ও পথ রয়েছে। পশ্চিমাদের আরোপ করা কোনো নিষেধাজ্ঞাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি। ( খবর আরটি’র )
রাশিয়া তাদের অস্ত্রের প্রায় ৯০ শতাংশ বিক্রি করে বিশ্বের ১০ দেশে। সবচেয়ে বেশি বিক্রি করে ভারতের কাছে।