1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারে বেঁধে দিল পশ্চিমারা - DeshBideshNews
November 26, 2024, 2:26 pm
 

রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারে বেঁধে দিল পশ্চিমারা

  • Update Time : Saturday, December 3, 2022
  • 72 Time View
রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারে বেঁধে দিল পশ্চিমারা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যাতে তেল বিক্রির অর্থ ব্যবহার করতে না পেরে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পোল্যান্ড তার সমর্থন দেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার দাম বেঁধে দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এর ফলে রোববার আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের অনুমোদন পেতে যাচ্ছে। জি সেভেন ও অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই মূল্যসীমা ৫ ডিসেম্বর বা তার আগেই কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দাম বেঁধে দেওয়ার কার্যকারিতা নিশ্চিত করার জন্য এই জোট আরও পদক্ষেপ বিবেচনা করতে পারে।’ পরবর্তী ব্যবস্থা কী নেওয়া হতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবরণ পাওয়া যায়নি।

দাম বেঁধে দেওয়া বা প্রাইস ক্যাপের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি রোধ করার সাথে সাথে অপরিশোধিত তেল বিক্রি থেকে রাশিয়ার আয় হ্রাস করার লক্ষ্য। জোটের প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার ব্যারেল প্রতি তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে কেউ তেল কিনতে পারবে না কিংবা রাশিয়া তেল বিক্রি করতে পারবে না। তবে এর আগে পোল্যান্ডে এই প্রস্তাবের বিরোধিতা করে তেলের দাম ৬০ ডলারের নিচে বেঁধে দেওয়ার দাবি করেছিল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ