আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। এদিকে- যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক সতর্ক করে বলেছেন- যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া যেন তার সেনাদের আরও সামনের দিকে এগিয়ে না নেয়।
ইরিনা বলেন, আন্তর্জাতিক রেডক্রস এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে। তারাই বেসামরিক লোকজনকে বের করে আনতে সামনের কাতারে থাকবে।