দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনের ওডেসা অঞ্চলের রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর সেখানে আগুন লেগে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি শস্য গোডাউন এবং বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন বন্দরে আঘাত করেছে তা প্রকাশ করা হয়নি। ইউক্রেনের বিমান বাহিনী এর আগে বলেছিল, ড্রোনগুলো দানিওব নদীর দিকে যাচ্ছে। সেখানে ইউক্রেন ও রোমানিয়ার সীমান্ত বরাবর একটি বন্দর রয়েছে।জাতিসংঘের শস্য চুক্তি ত্যাগ করার পর রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোকে টার্গেট করতে শুরু করেছে। এক বছর আগে মধ্যস্থতা করা এই চুক্তির অর্থ ছিল, ইউক্রেনী এবং রাশিয়া যেন নিরাপদে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে পণ্য রপ্তানি করতে পারে।
আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, এই হামলায় একটি শস্য গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইউক্রেনের বিমান বাহিনী বলেছিল, রাশিয়ার ড্রোনগুলো গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছে। ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে এসব ড্রোন হামলা চালানো হয়।