দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন পুতিন। স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে। আল-জাজিরা জানিয়েছে, অর্থডক্স খ্রিষ্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’
পুতিন তার নির্বাহী আদেশে বলেছেন, ‘মহামান্য প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনায় নিয়ে, আমি রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে নিইউক্রেনের পক্ষগুলির যোগাযোগের সম্পূর্ণ লাইনে ৬ জানুয়ারি, ২০২৩, দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, ‘অর্থোডক্স বলে মনে করা বিপুল সংখ্যক নাগরিক শত্রু এলাকায় বসবাস করে, আমরা ইউক্রেনের পক্ষকে যুদ্ধবিরতি ঘোষণার এবং বড়দিনের আগের দিন এবং সেইসাথে ওই দিনের অনুষ্ঠানগুলোতে যোগদানের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’