আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া আগ্রাসন মোকাবিলায় আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিন মাস ধরে চলা এই আগ্রাসনে কিয়েভকে সহায়তা করে আসছে পশ্চিমাদেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবেই সামরিক সহায়তা দেবে তারা। (খবর- আল জাজিরা)
প্রতিবেদনে বলা হয়- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছেন। তাছাড়া রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা-ভাবনা করছে জি-৭ ভুক্ত দেশগুলো। এ বিষয়ে আগামী রবিবার (৮ মে) বৈঠক করবেন তারা।
এদিকে- ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিওপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানার ভেতরে থাকা ইউক্রেনের যোদ্ধারা রাশিয়া সৈন্যদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাওয়ার খবর দিয়েছে আজভ রেজিমেন্টের কমান্ডার।