1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ায় সৌদি ও আরব আমিরাতের নেতাদের বৈঠকের আহবান... - DeshBideshNews
November 24, 2024, 12:57 pm
 

যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ায় সৌদি ও আরব আমিরাতের নেতাদের বৈঠকের আহবান…

  • Update Time : Wednesday, March 9, 2022
  • 286 Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া’র হামলা শুরু হওয়ার পর থেকে তেলের দাম লাগামহীন বেড়ে যাওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকের আহবান জানিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে- সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের উত্তরাধিকারী যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের বৈঠকের আহবানে সাড়া দেননি।

এর আগে গত সপ্তাহে ওপেক ও সহযোগী দেশগুলো তেলের দাম কমাতে পশ্চিমা দেশগুলোর উৎপাদন বৃদ্ধির আহবানে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্র এখন তেলের জন্য রাশিয়ার ওপর অতটা নির্ভরশীল না হলেও রুশ তেল আমদানি নিষিদ্ধ করেছে। এরপর তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা চালায়।

এই বাস্তবতায় তেলের বিকল্প উৎসের খোঁজে হন্যে হয়ে ঘুরছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে অনেক বছর পর লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালু করেছে।

জানা যায়- বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার ভেনেজুয়েলায়। তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ হওয়ার ইঙ্গিতও মিলছে। ইতিমধ্যে তারা মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে। শিগগিরই তেল উৎপাদন বৃদ্ধি করে মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ