1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ভয়াবহ বন্যা, নিহত ২৫ - DeshBideshNews
November 25, 2024, 4:36 am
 

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ভয়াবহ বন্যা, নিহত ২৫

  • Update Time : Saturday, July 30, 2022
  • 313 Time View
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ভয়াবহ বন্যা, নিহত ২৫

দেশ বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাপালাচিয়া অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে অন্তত নিহত হয়েছে ২৫ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কেন্টাকির গভর্নর এন্ডি বেসেয়ার বলেন, এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে।

তিনি বলেন, চারটি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সবাই আতঙ্কে রয়েছেন। মোবাইলের টাওয়ার ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত সবকিছু ঠিক করার।

এদিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় বিপর্যয়’ বলে ঘোষণা দিয়েছেন এবং স্থানীয় উদ্ধারকারীদের সাহায্যের জন্য ফেডারেল সাহায্যের নির্দেশ দিয়েছেন।

বিপর্যস্ত অঞ্চলে ন্যাশনাল গার্ডের সাথে সফরের পর গভর্নর বেসিয়ার জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। তিনি বলেন, সেখানে এখনও অনেক লোক আছে, এখনও অনেক লোকের খোঁজ নেই। আমরা তাদের সবাইকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে যাচ্ছি।

গভর্নর আরও জানান, এ পর্যন্ত নৌকা বা হেলিকপ্টারে শতাধিককে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় অন্তত ৩৩ হাজার মানুষ বিদ্যুৎহীন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ