দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মেক্সিকোর জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলা হয়েছে। এতে নিরাপত্তারক্ষীসহ ১৪ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, শহরের অন্য জায়গায় আরো দুজনকে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সশস্ত্র হামলার সময় ২৪ জন বন্দি পালিয়ে গেছে। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারের সামনে আসে অস্ত্রধারীরা। অতর্কিতভাবে তারা হামলা চালায়।
বিবৃতিতে আরো বলা হয়, হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১৩ জন এবং পালিয়ে গেছে ২৪ বন্দি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার একপর্যায়ে বন্দিরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কেউ তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি। তাৎক্ষণিকভাবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। প্রসিকিউটর বলছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে হামলা চালায়।
অবশ্য এর কয়েক মিনিট আগে কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর কাছাকাছি স্থানে হামলার কথা জানিয়েছিল। সেখানে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া শহরের অন্য অংশে একইদিন আরও দুইজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনাটিকেও কর্তৃপক্ষ সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে। তিনটি ঘটনার সঙ্গে কোনো আন্তঃসম্পর্ক ছিল কি না তা উল্লেখ করেনি মেক্সিকো কর্তৃপক্ষ। এর আগে গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারে মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। সে সময় প্রাণ হারানোদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
Like this:
Like Loading...