দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আলজাজিরা জানিয়েছে, এতে অন্তত একজন নিহত হয়েছে এবং আগের দুই ভূমিকম্পের বার্ষিকীতে দেশটিতে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা ১টার দিকে ভূমিকম্প হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। মেক্সিকোর সিটি মেয়র জানান, ভূমিকম্পে রাজধানী জুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনে দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে হাজার হাজার মানুষ মারা যান। তাদের স্মরণ করার দিনেই আবার দেশটি ভূমিকম্পে কাঁপলো।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানজানিলোতে একটি দোকানের ছাদ ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মিচোয়াকান রাজ্যে বেশ কিছু হাসপাতালে ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় একটি হাসপাতালে কাচ ভেঙে পড়ে একজন জখম হয়েছে।
ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভূমিকম্পের পর অঞ্চলটিতে সুনামির সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার পূর্বাভাসে জানায়, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। সে কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।