দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মেক্সিকোর একটি রিসোর্টে সশস্ত্র ব্যক্তিরা আকস্মিক হামলা চালিয়েছে। এ সময় একজন শিশু এবং আরো ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে শনিবার এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অঞ্চলটি ক্রমবর্ধমান মাদকচক্রের সহিংসতায় জর্জরিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা ফুটেজে ওই রিসোর্টে হামলার পরের ঘটনা দেখানো হয়েছে। রিসোর্টটি গুয়ানাজুয়াতো শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে ছোট শহর কর্টাজারে অবস্থিত।
কর্টাজারের স্থানীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, একটি সাত বছর বয়সী শিশু, তিনজন পুরুষ এবং তিনজন নারীকে গুলি করে হত্যার ঘটনার পেছনে কে ছিল তা স্পষ্ট নয়। লা পালমা রিসোর্টে একজন গুরুতর আহতও হয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিদ্বন্দ্বী মাদকচক্রগুলো তাদের এলাকা এবং পাচারের রুটগুলো নিয়ন্ত্রণ করতে এই রাজ্যে নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
হামলার পরপরই তোলা ভিডিওতে দেখা যায়, হতবাক প্রাপ্তবয়স্ক এবং শিশুরা একটি সুইমিংপুলের কাছে মরদেহের স্তূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কর্টাজারের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর হামলাকারীরা পালিয়ে গেছে। কিন্তু তারা রিসোর্টের দোকানে ক্ষতি করেছে এবং নিরাপত্তা ক্যামেরা ও মনিটর নিয়ে গেছে।