দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মরক্কোর সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে একটিতে দেশটির আজিলাল প্রদেশে রবিবার ২৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে একটি যাত্রীবাহী মিনিবাস একটি বাঁকে উল্টে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
গত মার্চে গ্রামীণ শহর ব্রাচুয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাসটি একটি গাছে ধাক্কা দিলে ১১ জন মারা যায়। নিহতদের বেশির ভাগই কৃষি শ্রমিক ছিল বলে স্থানীয় কর্মকর্তারা সেই সময় বলেছিলেন। অনেক দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ ও মিনিবাস ব্যবহার করে। এ ছাড়াও গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়।
দেশটির জাতীয় সড়ক সুরক্ষা সংস্থা অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় তিন হাজার ২০০। সেই হিসাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় দেশটিতে গড়ে ১০ জন মারা যায়। ২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে মৃত্যুর হার অর্ধেক করার লক্ষ্য নিয়েছে।