দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বলকান অঞ্চলের মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিকার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার একজন ব্যক্তি একটি বিস্ফোরক যন্ত্রের সাহায্যে বিস্ফোরণটি ঘটায়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শ্রদান কোরাক এসব তথ্য জানিয়েছেন।
কোরাক জানান, সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরণে মারা গেছেন। এ ছাড়া এ ঘটনায় পাঁচজন আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোরাক সন্দেহভাজন ব্যক্তিকে শুধু তার নামের আদ্যক্ষর এম বি দিয়ে শনাক্ত করেছেন। কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য নির্ধারণে কাজ করছেন উল্লেখ করে পুলিশের মুখপাত্র জোরান বাসানোভিচ সম্প্রচারমাধ্যম টিভিসিজিকে বলেছেন, ‘পুলিশ ও প্রসিকিউশন দল ঘটনাস্থলে রয়েছে। আমরা সব তথ্য সংগ্রহ করছি।’
শহরের কেন্দ্রের কাছে অবস্থিত পডগোরিকা বেসিক কোর্টে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। ড্যান পত্রিকা জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে, আহতদের অবস্থা গুরুতর নয়। প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের কয়েকজন বিচারক ও অন্যান্য কর্মী ঘটনার সময় নিজেদের অফিসে তালাবদ্ধ করে রেখেছিলেন।