1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভেনেজুয়েলায় আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু - DeshBideshNews
November 26, 2024, 12:34 am
 

ভেনেজুয়েলায় আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু

  • Update Time : Monday, October 10, 2022
  • 93 Time View
ভেনেজুয়েলায় আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর পাঁচটি নদীতে দেখা দেওয়া আকস্মিক বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৫২ জন। রোবাবর (৯ অক্টোবর) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা জানিয়েছেন দেশটির সিটিজেন সিকিউরিটি ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। দেলসি রদ্রিগেজ বলেন, ‌ভারি বৃষ্টির পর শনিবার সন্ধ্যায় নদীগুলো দিয়ে নেমে আসতে শুরু করে উপড়ে যাওয়া গাছপালা। এতে নদী তীরবর্তী লাস তেখেরিয়াস শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা ২৫ জন। প্রবল বৃষ্টির কারণে মধ্য ভেনেজুয়েলায় পাঁচটি ছোট নদী প্লাবিত হওয়ার পর ওই লোকদের প্রাণহানি ঘটে। রদ্রিগেজ বলেন, মাত্র আট ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে এবং এতে করে বন্যার সৃষ্টি হয় ও খাবার পানির সকল ব্যবস্থা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। শহরজুড়ে কাদা ও পাথরের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। এছাড়া সামরিক বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া মানুষদের খুঁজতে নদীর তীরে অনুসন্ধান চালাচ্ছে।

বন্যার পানিতে তেজেরিয়াস শহরের একটি প্লাবিত রাস্তা থেকে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, আমরা ছেলেদের, মেয়েদের হারিয়েছি। তেজেরিয়াস শহরে যা ঘটেছে তা একটি মর্মান্তিত ট্র্যাজেডি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইট বার্তায় জানিয়েছেন, ওই এলাকাকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করছেন তিনি। প্রাণহানির ঘটনায় তিন দিনের শোকের ঘোষণাও করেছেন মাদুরো।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ