1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভার্চুয়ালে ভারতের জি২০ বৈঠকে যোগ দেবেন পুতিন - DeshBideshNews
November 26, 2024, 2:02 am
 

ভার্চুয়ালে ভারতের জি২০ বৈঠকে যোগ দেবেন পুতিন

  • Update Time : Monday, November 20, 2023
  • 88 Time View
ভার্চুয়ালে ভারতের জি২০ বৈঠকে যোগ দেবেন পুতিন ভার্চুয়ালে ভারতের জি২০ বৈঠকে যোগ দেবেন পুতিন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতে জি২০ বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যোগ দিলেও আসেননি পুতিন। কিন্তু ভার্চুয়াল বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন। ২০২২ সালের ইন্দোনেশিয়া এবং ২০২৩ সালের ভারত, পর পর দুইটি জি২০ বৈঠকে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্যই দুইটি বৈঠকে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট।

দুইটি বৈঠকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ভারতের জি২০ বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ব্রাজিলে পরবর্তী বৈঠক হওয়ার আগে নভেম্বর মাসে ভারত একটি ভার্চুয়াল জি২০ বৈঠকের আয়োজন করতে চায়। সেই বৈঠকে পুতিন যোগ দেবেন বলে ক্রেমলিন জানিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, আগামী বুধবার জি২০-এর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিগত জি২০ বৈঠকের বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। জি২০ বৈঠকে যে ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে তার বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মোদির মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আশপাশের দুই-একটি দেশে সফর করলেও খুব লম্বা সফরে যাননি রাশিয়ার প্রেসিডেন্ট।

তবে চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিশ্ব নেতাদের অধিকাংশ সম্মেলনই তিনি এড়িয়ে চলেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অধিকাংশ বৈঠকে অংশ নিয়েছেন। এরইমধ্যে আন্তর্জাতিক আদালত পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনের শিশুদের অন্যায়ভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অপরাধে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

সেই পরোয়ানা জারি হওয়ার পর প্রথম ভারচুয়ালি এমন সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এখন জি২০ ভার্চুয়াল বৈঠকে তিনি কী বলেন, সে দিকে নজর রেখেছেন কূটনীতিকেরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ