দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার রাতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার বলেছেন, ধুমাকোটের বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে নারী ও শিশুসহ ৪০ জনের বেশি যাত্রী ছিলো। আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য পুলিশপ্রধান টুইটারে উদ্ধার তৎপরতার ছবি প্রকাশ করেছেন।
এটিকে হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস। এক বিবৃতিতে ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে গাউরি গারওয়াল জেলার সিমডি গ্রামের কাছে খাদে পড়ে যায় একটি বাস। ওই বাসে ৪৫ থেকে ৫০ জন ছিলেন। তারা বিয়েবাড়ি যাচ্ছিলেন বা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।