দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের রিভা এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১১টায় রিভা জেলার সুহাগি পাহাড়ি এলাকার কাছে এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে বাসটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ১০০ যাত্রী ছিল।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল বাসটি। এসময় সেটি রিভা জেলার ন্যাশনাল হাইওয়ে ৩০-এ একটি ট্রাককে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে বাসটিতে সেসময় ১০০ জনের বেশি যাত্রী ছিল। যাত্রীদের অধিকাংশই উত্তর প্রদেশের নাগরিক।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বলেছেন, দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।