আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার এক টুইটের বরাত দিয়ে বলেছেন- রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস হয়েছে। এ তথ্য বিবিসি’র।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্তোমিল বিমানবন্দরে রোববার লড়াই চলাকালে আন্তোনভ এএন ২২৫ মডেলের উড়োজাহাজটি ধ্বংস করা হয় বলে উল্লেখ করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। এর একদিন পরই কিয়েভে প্রবেশ করে রুশ বাহিনী।
টুইটে দিমিত্রি কুলেবা বলেন- এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন ২২৫ “ম্রিয়া” (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে। তবে একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে পারবে না।