1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার ভোলায়না - DeshBideshNews
November 24, 2024, 8:37 pm
 

বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার ভোলায়না

  • Update Time : Thursday, April 21, 2022
  • 392 Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বাহিনীর সাথে ইউক্রেনের মারিউপোলে ব্যাপক লড়াই চলছে। মারিউপোলে বহু সেনা পাঠিয়েছে রাশিয়া। তাদের প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছেন ইউক্রেনের সেনারা। এমন পরিস্থিতিতে ‘বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন’ জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার মেজর শেরহিই ভোলায়না।

শেরহিই ভোলায়না বলেছেন- রাশিয়া বাহিনীর তুলনায় সেখানে তাঁদের সেনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। তাঁদের রসদও ফুরিয়ে যাচ্ছে। (খবর বিবিসি’র)

মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইউক্রেনের সেনাদের পক্ষ থেকে তা মেনে চলার কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। শহরটিতে এখন ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

মারিউপোলের মেয়র ভাদিম বোইশেঙ্কো দেশটির একটি জাতীয় টেলিভিশনকে বলেন- শহরে আটকা পড়া প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়ার জন্য গতকাল বুধবার ৯০টি বাস পাঠানো হবে বলে আশা করেছিলেন তিনি।

মেয়র ভাদিম বোইশেঙ্কো আরও বলেন- মারিউপোলে প্রায় এক লাখ সাধারণ মানুষ আটকা পড়েছে।

মেজর ভোলায়না ইউক্রেনের ৩৬ ম্যারিন ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন- সেনারা অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছেন। তাই ভিডিও বার্তায় তিনি বিশ্বের কাছে শেষবারের মতো সাহায্যের আবেদন জানিয়ে বলেন- এটাই হয়তো আমাদের শেষ আবেদন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ