দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি বিদেশি বিমানের টয়লেটে থেকে প্রায় দুই কোটি রুপি মূল্যের সোনার বার উদ্ধার করেছে দেশটির শুল্ক দপ্তর। রবিবার এই ঘটনায় রাজধানীর বিমানবন্দরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুল্ক কর্মকর্তাদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু হয়। বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বিদেশি বিমানের টয়লেটে তল্লাশি চালানো হয়। দেখা যায়, টয়লেটের ভেতরে থাকা বেসিনের তলায় লিউকোপ্লাস্ট দিয়ে আটকানো একটি ধূসর রঙের প্যাকেট। সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে চারটি সোনার বার, যার ওজন তিন কেজি ৯৬৯ গ্রাম। আয়তাকার সোনার বারগুলোর মোট বাজারমূল্য এক কোটি ৯৫ লাখ রুপিরও বেশি বলে জানানো হয়েছে।
সোনার বারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা ওই সোনা নিয়ে কোথা থেকে এসেছে এবং সেই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে শুল্ক বিভাগ। পুলিশকেও এই ঘটনা জানানো হয়েছে। বিভিন্ন দেশ থেকে ভারতে এভাবে সোনা পাচারের অভিযোগ নতুন নয়। আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে সস্তায় সোনা ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়। শুল্ক বিভাগের নজরদারিতে প্রায়ই বেআইনি সোনা ধরা পড়ে।