1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিদ্যুতের নজিরবিহীন দাম বৃদ্ধি শ্রীলঙ্কায় - DeshBideshNews
November 25, 2024, 8:01 am
 

বিদ্যুতের নজিরবিহীন দাম বৃদ্ধি শ্রীলঙ্কায়

  • Update Time : Tuesday, August 9, 2022
  • 293 Time View
বিদ্যুতের নজিরবিহীন দাম বৃদ্ধি শ্রীলঙ্কায়

দেশ বিদেশ ডেস্ক : গত সপ্তাহে জ্বালানির দাম কমানোর পর এবার বিদ্যুতের শুল্ক নজিরবিহীনভাবে বাড়িয়েছে শ্রীলঙ্কার সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাষ্ট্রপরিচালিত একক কম্পানি সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের বিলের হার ২৬৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে আজ মঙ্গলবার। বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা তুলনায় কম বৃদ্ধির সম্মুখীন হবে। লোকসানে থাকা সিলোন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) বলেছে, নিয়ন্ত্রক সংস্থা তাদের ৬১ কোটি ৬০ লাখ ডলারের পুঞ্জীভূত ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে এত বেশি হারে মূল্য বৃদ্ধির অনুমতি দিয়েছে। নয় বছরের মধ্যে এটাই প্রথম বিদ্যুতের মূল্যবৃদ্ধি।

এক বিবৃতিতে এই দিন কমিশনের চেয়ারম্যান জনকা রত্নায়েকে বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই এ দাম বাড়ানো হয়েছে। তবে সরকারি কমিশন বিদ্যুতের দাম ‘যৌক্তিক’ পর্যায়ে উন্নীত করার কথা বললেও শ্রীলঙ্কায় বিদ্যুতের চরম সংকট চলছে। লোডশেডিংয়ের কারণে রাজধানী কলম্বোই প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে অনেকেই গাড়ির ব্যাটারি ব্যবহার করছেন।

বিদ্যুতের শুল্ক বাড়লে স্বাভাবিভাবে গ্রাহক পর্যায়ে তার দামও বাড়বে। শ্রীলঙ্কায় বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৫০ শ্রীলঙ্কান রুপি। সরকারের নতুন পদক্ষেপ অনুযায়ী এখন থেকে সেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পৌঁছা্বে ৮ রুপিতে। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশটির নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন। ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত দেশে যাদের সংখ্যা প্রায় ৮০ লাখ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ