আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। শাসক দলের তিন জন সাবেক মন্ত্রী ও দুই জন এমপির বাড়িতে আগুন ধরিয়েছে বিক্ষোভকারীরা। রাজাপক্ষদের পৈতৃক বাড়িতেও আগুন লাগানো হয়েছে। জনরোষের মুখে পড়ে দেশটির একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সোমবার পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তার পরিবারের সদস্যরা।
সোমবার দিনভর বিক্ষোভের পর রাত গভীর হতে থাকলে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সরকার সমর্থক এবং সরকার দলীয় সংসদ সদস্যদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেন।
শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে- বিক্ষোভকারীরা কলম্বোর উপকণ্ঠে একজন সরকার দলীয় এমপি অমরাকীর্তি আথুকোরালার গাড়িতে হামলা চালালে তিনি দুই জনকে গুলি করেন। এতে একজন মারা যান। এরপর ঐ এমপি আত্মহত্যা করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় রাজাপক্ষের বাড়িতে, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মন্ত্রী সানাত্ নিশান্তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এর মধ্যে হাম্বানটোটায় রাজাপক্ষে পরিবারের নিজস্ব একটি বাড়ি যা একটি বিতর্কিত জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল, সেটিও পুড়িয়ে দেওয়া হয়। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের চারপাশের এলাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।