দেশ বিদেশ ডেস্ক : আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। গত ২১ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গেল বুধবার করোনা নেগেটিভ ঘোষণার পর ফের পজিটিভ হয়েছেন তিনি।
শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন। তিনি গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।
রাষ্ট্রপতির চিকিৎসক কেভিন ও’কনর বলেন, প্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধ প্রয়োগের পর খুব কম রোগীর ক্ষেত্রেই ফের কোভিড পজেটিভ আসে। তবে তিনি জানান, বাইডেনের মধ্যে করোনার কোনো লক্ষন নেই এবং তিনি ভালো আছেন।
কেভিন আরও বলেন, এর আগে প্রেসিডেন্ট গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি ও শুক্রবার করোনা পরীক্ষা করান এবং নেগেটিভ রিপোর্ট আসে। তবে যেহেতু ফের এন্টিজেন্ট পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে তিনি আইসোলেশন মেনে চলবেন।