দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বুধবার থেকে ফের শস্য রপ্তানি শুরু করেছে ইউক্রেন। রাশিয়া জানিয়েছে, কৃষ্ণ সাগরে নিরাপদ করিডোর প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় তারা চুক্তিতে ফিরেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পার্লামেন্টকে বলেছেন, পরিকল্পনা অনুসারে আজ স্থানীয় সময় দুপুর ১২টা থেকে চালান শুরু হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পুনরায় অংশগ্রহণ করছে এবং তারা কিয়েভের কাছ থেকে সামুদ্রিক করিডোর নিরস্ত্রীকরণের বিষয়ে ‘পর্যাপ্ত’ নিশ্চয়তা পেয়েছে। রয়টার্স জানিয়েছে, ইস্তাম্বুলের যৌথ সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে ৯৭০ লাখ মেট্রিক টন শস্য এবং অন্যান্য খাদ্যসামগ্রী ইউক্রেনীয় বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এই খবর বিশ্বব্যাপী খাদ্য সংকট নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
শনিবার রাশিয়া জানিয়েছিল, তারা সাময়িকভাবে চুক্তি থেকে সরে যাচ্ছে। কারণ ইউক্রেন কৃষ্ণ সাগরে রুশ বহরে ড্রোন হামলা চালিয়েছে। এতে নিরাপদ শিপিং করিডোরের অপব্যবহার করা হয়েছে।