1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পোল্যান্ডে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ ওড়ানোর প্রশিক্ষণ : ইইউ - DeshBideshNews
November 27, 2024, 6:52 pm
 

পোল্যান্ডে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ ওড়ানোর প্রশিক্ষণ : ইইউ

  • Update Time : Tuesday, May 23, 2023
  • 86 Time View
পোল্যান্ডে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ ওড়ানোর প্রশিক্ষণ : ইইউ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ পোল্যান্ডে শুরু হয়েছে। ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল মঙ্গলবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্র অনুমতি দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো। ব্রাসেলসে ইইউ প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে বোরেল বলেন, ‘অবশেষে বেশ কয়েকটি দেশে এফ-১৬-এর পাইলটদের প্রশিক্ষণ শুরু হয়েছে বলে আমি খুশি। এতে সময় লাগবে, তবে যত তাড়াতাড়ি তত ভালো।’

প্রশিক্ষণ কোথা থেকে শুরু হয়েছে জানতে চাইলে বোরেল বলেন, ‘উদাহরণস্বরূপ পোল্যান্ডে।’ অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন ইউরোপীয় কূটনীতিক এএফপিকে নিশ্চিত করেছেন, পোল্যান্ডে প্রশিক্ষণ শুরু হয়েছে। তবে ওয়ারশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে কিয়েভের পাইলটদের আমেরিকান তৈরি যুদ্ধবিমানগুলো ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। ইউক্রেন বলেছে, এতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে তাদের সুবিধা হবে। এদিকে পোল্যান্ড ইউক্রেনের প্রতিবেশী এবং তাদের অন্যতম কট্টর সমর্থক। দেশটি কয়েক মাস ধরে বলেছে, তারা যুদ্ধবিমানগুলোতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত।

দেশটি ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ এবং কিয়েভকে অস্ত্র সরবরাহের একটি মূল কেন্দ্র হয়ে উঠেছে। এর আগে ডাচ প্রতিরক্ষা মন্ত্রী কাজসা ওলোনগ্রেন বৈঠকে বলেছিলেন, কিয়েভের পশ্চিম ইউরোপীয় সমর্থকদের একটি জোট ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরু করতে চাইছে। ব্রাসেলসে তিনি বলেন, ‘আমরা প্রশিক্ষণ শুরু করার জন্য নির্দিষ্ট টাইমলাইনে কাজ করছি। আমরা মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এটি করা গুরুত্বপূর্ণ।’

দীর্ঘ সময়সীমা, উচ্চ মূল্য এবং রাশিয়ার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র উন্নত যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আলোচনায় থেমে ছিল। ওলোনগ্রেন বলেন, প্রশিক্ষণ হবে ‘প্রথম পদক্ষেপ’। শেষ পর্যন্ত কিয়েভে পশ্চিমা বিমান সরবরাহ করা হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ