দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পাহাড়ি অঞ্চলে বাস উল্টে কমপক্ষে ১৬ যাত্রী প্রাণ হারিয়েছেন। দেশটির পাহাড়ি আয়াকুচো অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মঙ্গলবার (১৪ মে) সকালে লিমা থেকে আয়াকুচো শহরের যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।
আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। তিনি বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পেরুতে পাহাড়ি অঞ্চলে দ্রুত গাড়ি চালানোসহ বেশ কিছু কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।