দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে আগুন ধরে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। রবিবার সকালে দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে এই প্রাণহানি ঘটে।
জিও টিভি জানিয়েছে, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তারাও গুরুতরভাবে দগ্ধ হয়েছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বেলার সহকারী কমিশনার হামজা আনজুম বলেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। গাড়িতে ৪৮ জন যাত্রী ছিল। দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি সেতুর খুঁটিতে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।
তিনি আরো বলেছেন, উদ্ধার করা দেহগুলো চেনা যাচ্ছে না। তাদের চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষা করা দরকার। আহতদের লাসবেলার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তিনি বলেছেন, ঠান্ডা আবহাওয়ার কারণে এবং সকালে অন্ধকার থাকায় উদ্ধারকর্মীরা প্রথমে বাধার সম্মুখীন হন। পরে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে দেহগুলো উদ্ধার করেন এবং চারজনকে জীবিত অবস্থায় পাওয়া যায়।