1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পাকিস্তানে তিন দিনে এক হাজার পিটিআই সমর্থক গ্রেফতার - DeshBideshNews
November 28, 2024, 4:47 pm
 

পাকিস্তানে তিন দিনে এক হাজার পিটিআই সমর্থক গ্রেফতার

  • Update Time : Thursday, November 28, 2024
  • 3 Time View

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছিল তার দল পিটিআই। আর সেই বিক্ষোভের ঘটনায় তিন দিনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। বুধবার ইসলামাবাদ পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

ইমরান খানের ডাকে বিক্ষোভ করতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা ইসলামাবাদের ডি-চকে পৌঁছে গিয়েছিলেন। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। কয়েকটি মামলায় তাকে দণ্ডও দেওয়া হয়েছে। এ কারণে তিনি গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন তিনি। নির্বাচনের পর থেকে পিটিআই সরকারি দমন-পীড়ন উপেক্ষা করে নিয়মিত সভা-সমাবেশ করছে। নির্বাচনের পর রাজধানীতে পিটিআইয়ের গত মঙ্গলবারের সমাবেশটি ছিল সবচেয়ে বড়।

পিটিআইয়ের ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ইসলামাবাদে প্রবেশ করেছিলেন। এ ক্ষেত্রে তারা নানা বাধাবিপত্তি ও সমাবেশ করার ওপর দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ধরপাকড় ও অভিযানের মুখে বিক্ষোভ থেকে শেষ পর্যন্ত পিছু হটে পিটিআই। বুধবার ভোরে দলটি বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ